১৮ বছর বয়সের উপর সকল নাগরিকদের জন্য ভাক্সিনের ব্যাবস্থা সহ পাঁচ দফা দাবীতে ডেপুটেশন
অনুপম মোদক, সংবাদ একলব্য :
কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে ৫ দফা দাবিতে ডেপুটেশন দিল ।
উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন দিনহাটা লোকাল কমিটির সভাপতি কমরেড উজ্জ্বল গুহ,কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড এন্দাদুল হক,কমরেড শুভ্রালোক দাস,কমরেড অপরাজিতা রায়,কমরেড মিলন শীল,কমরেড অংশুমালী রায়,কমরেড অনিকেত সরকার প্রমূখ নেতৃত্ব।
তাদের দাবি গুলি হলো :-
১) ১৮ বছর বয়সের উপর সকল নাগরিকদের জন্য ভাক্সিনের ব্যাবস্থা করা ।
২) গ্রামে গ্রামে এবং ওয়ার্ড ভিত্তিক টেস্টিং এর ব্যবস্থা করা ।
৩) ডেঙ্গুর প্রাদুর্ভাবে আগাম সতর্কতা অবলম্বন করা।
৪) দিনহাটার সকল রেড ভলান্টিয়ার দের জন্য ভাক্সিনের দ্রুত ব্যবস্থা করা ।
৫) ভেটাগুড়ি ও নিগমনগরে স্বাস্থ্যকেন্দ্র গঠনের মাধ্যমে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার প্রসার ঘটানো ।
দিনহাটা লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ বলেন ১৮ বছরের উদ্ধে সকল নাগরিকের জন্যে দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে।সাথে সাথে ওয়ার্ড ভিত্তিক ভাবে ও গ্রামগুলিতে টেস্টের ব্যবস্থা করতে হবে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিতে হবে,দিনহাটার সকল রেড ভলেন্টিয়ারদের জন্য দ্রুত ভ্যাকসিন এর ব্যবস্থা করতে হবে এবং নিগমনগর ও ভেটগুড়িতে স্বাস্থ্যকেন্দ্র গঠনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার প্রসার ঘটাতে হবে।
No comments:
Post a Comment