নয়াগ্রামে ঘূর্ণিঝড় যশ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করল যুব তৃণমূল কংগ্রেস
ঝাড়গ্রাম,শচীন পাল:
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় সর্তকতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় যশ কে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস।
আজ নয়াগ্রাম ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী মাহাত এর নেতৃত্বে ১১ নং আড়রা অঞ্চলের কুলডিহা গ্রামের সাধারণ মানুষকে ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্ক করা হয়।
বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার আবেদন করা হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়।
নয়াগ্রাম ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী মাহাত বলেন আগামী দিনে এরকম সমাজসেবা মূলক কাজ চালিয়ে যাব।
যুব তৃণমূল কংগ্রেসের এহেনে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
No comments:
Post a Comment