নাগরাকাটা রেড় ভলান্টিয়ার্স গ্রুপের পক্ষ থেকে আবারও করোনা সচেতনতা ও মাস্ক প্রদান
নাগরাকাটা রেড় ভলান্টিয়ার্স গ্রুপের পক্ষ থেকে প্রথমবার করোনাক্রান্তের পাশে থেকে দৃষ্টান্তমূলক ভুমিকা পালন করেছিল আবারও পথে নেমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলো।
নাগরাকাটার প্রত্যন্ত এলাকায় মাইকিং করে করোনা সংক্রান্ত সচেতনতা প্রচারের পাশপাশি গরিব মানুষের মধ্যে মাস্ক বিলি করলেন তারা।
রেড় ভলান্টিয়ার্স গ্রুপের পক্ষে কৌস্তব ভট্টাচার্য কুনাল সিংহরা বলেন আমরা প্রথম কোভিডের সময় এই রেড় ভলান্টিয়ার্স গ্রুপের সূচনা করি সেই গ্রুপে ছাত্র যুবদের পাশাপাশি শ্রমিকরাও আছে।এবারের কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেশি এবং দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত আমরা মানুষের কাছে পৌছে মানুষকে সচেতন করার চেষ্টা করছি যাতে এই রোগের হাত থেকে মানুষ কে বাঁচাতে পারা যায়। ভোট আসবে যাবে কিন্তু মানুষের প্রাণ একবার গেলে আর আসবে না।
বাম শ্রমিক ছাত্র যুবদের নিয়ে গঠিত এই রেড় ভলান্টিয়ার্স গ্রুপের কাজে সাধারণ মানুষ প্রশংসা করেন।
No comments:
Post a Comment