'নৈছনপুর এক্সপ্রেস' অশোক দিন্দা ময়নাতে জয়ী
সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর:
2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মূল স্লোগান ছিল "খেলা হবে"। ভারতের জাতীয় স্তরে বিশিষ্ট ক্রিকেট খেলা নৈছনপুর এক্সপ্রেস অশোক দিন্দা রাজনীতির ময়দানে নেমে "খেলা হবে" শ্লোগানটি খুব উপভোগ করেছেন। কারণ যখনই তিনি বিভিন্ন মিটিং মিছিল প্রচার বক্তৃতার সভামঞ্চে উঠেছেন তখনই শ্রোতাদের কাছে খেলা হবে স্লোগানটি দিন্দাকে দারুণ দারুণ ভাবে উজ্জীবিত করেছিল। তিনি প্রচার সভাগুলোতে বলেছিলেন "খেলা তো হবে" তবে সে খেলা হবে শিক্ষায়, স্বাস্থ্য, অন্নে,বস্ত্রে,কর্মসংস্থানে।
অশোক দিন্দা জন্মগ্রহণ করেছিলেন পল্লীবাংলার এই ময়নাতে।তিনি ময়নার আলো-বাতাস জল আবহাওয়া সম্পর্কে সম্পূর্ণ অবহিত।। ময়না সমস্যা, ময়নার বেকারত্ব ,শিক্ষিত বেকারের যন্ত্রনা ,ময়না দারিদ্রতা, ময়না পানচাষীদের দুরবস্থা, ময়নার মাছ চাষের গুরুত্ব, সবকিছু তার কাছে অবগত ছিল-- প্রচারের হাতিয়ার ছিল এগুলো। এই বিষয়গুলোকেহাতিয়ার করে রাজনীতির ময়দানে খেলায় জয়ী হলেন তাঁর নিকটতম তৃণমূল প্রার্থী ডক্টর সংগ্রাম কুমার দলকে হারিয়ে। সংগ্রাম কোমর দোলায় পেয়েছেন 106027, আর অশোক দিন্দা পেয়েছেন 107054। জয়ের ব্যবধান ছিল 1027।
অশোক দিন্দা জয়ের মুকুট ছিনিয়ে নিয়ে প্রমাণ করেছেন তিনি জাত খেলোয়ার। এবার উনার কাছে বড় পরীক্ষা এই সবুজ ঝড়ের মাঝে ময়নার সমস্যাগুলো কতটা সার্থক রূপায়ণ করতে পারেন।
Post a Comment