কর্মহীনদের প্রতি মাসে ৭৫০০ টাকা সহ একাধিক দাবীতে ডেপুটেশন CITU-র
আজ দিনহাটা CITU সমন্বয় কমিটির পক্ষ থেকে দিনহাটা মহুকুমা শাসককে দ্রুত বিনামূল্যে সার্বজনীন টিকাকরণ সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
দিনহাটা CITU সমন্বয় কমিটির দিনহাটা শাখার আহ্বায়ক প্রবীর পাল বলেন যে,'বর্তমানে করোনা ভাইরাস অতিমারীর দ্বিতীয় পর্যায় ভয়ঙ্কর আকার ধারণ করেছে গোটা দেশ সহ পশ্চিমবঙ্গে প্রত্যেকটি পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, অসংখ্য পরিবার তাদের স্বজনকে হারিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের অপদার্থতা এ রোগের মোকাবিলা করা কে আরো কঠিন করে তুলেছে।'
ইতিমধ্যে রাজ্যজুড়ে ১৫ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই সংগঠনের দাবী-
- লকডাউন এর সময় গুলোতে অস্থায়ী বা আংশিক কর্মীদের বেতন বা মজুরি সুনিশ্চিত করতে হবে।
- পরিযায়ী শ্রমিক সহ কর্মচ্যুত কর্মহীনদের প্রতি মাসে ৭৫০০ টাকা এবং দৈনিক ৫ কেজি করে চাল গম দেওয়ার ব্যবস্থা করতে হবে।
- জরুরী ভিত্তিতে হাসপাতালে,বেড,চিকিৎসা, অক্সিজেন ও ওষুধের ব্যবস্থা করতে হবে।
- টেস্ট এর পরিমাণ বাড়াতে হবে ও সকলকে দ্রুত বিনামূল্যে টিকা দিতে হবে।
আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সমীর চৌধুরী,প্রবীর পাল,মুজিবর রহমান,সুভাষ অধিকারী,তরুণ সরকার প্রমুখ নেতৃত্ব।
No comments:
Post a Comment