এবার ভাঙন তৃণমূলে- তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ১৫০ জন
লক্ষ্য ২০২১ বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। যার ফলে প্রতিদিনই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে দলবদলে প্রবণতা দেখা যাচ্ছে, কেউ গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে, আবার কেউ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা কাঁধে তুলে নিচ্ছে।
আজ কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার ZP 23 মন্ডলের অন্তর্গত দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ৫০ টি পরিবার থেকে প্রায় ১৫০ জন ভোটার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলো। আরও পড়ুনঃ রেশন কার্ড নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য
বিজেপির পক্ষ থেকে জানানো হয় বিকালে বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ZP 23 মন্ডল সভাপতি গোপাল চন্দ্, সাধারণ সম্পাদক সুজয় দেবনাথ, যুব মোর্চার সভাপতি পরীক্ষিত অধিকারী, যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপি সরকার সহ বিজেপির অনেক কর্মী সমর্থক।
বিজেপি নেতা সুজয় দেবনাথ জানান, “সাধারণ মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করেছেন। আগামী দিনেও অনেক সাধারন মানুষ বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছে।“
No comments:
Post a Comment