
সুজাতা ঘোষ, বাগডোগরা :
দিল্লির দাঙ্গায় সিপিআইএম- এর সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে চার্জশিট করার প্রতিবাদে সিপিআইএম ডাবগ্রাম এরিয়া কমিটি-২ এর উদ্যোগে ৩৭নং ওয়ার্ডে ঘোগোমালী বাজারে আজ বিকাল ৪টা থেকে ৫টা পযর্ন্ত বিক্ষোভ দেখালেন এই কমিটির সদস্যরা।
কমিটির দাবি সীতারাম ইয়েচুরির নামে যে মিথ্যে চার্জশিট দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
উপস্থিত ছিলেন সিপিআইএম ডাবগ্রাম এরিয়া কমিটি-২এর সম্পাদক গনেশ ঘোষ, এস এফ আই -এর ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল সহ অন্যান্য নেতৃত্ব।
Post a Comment