সুজাতা ঘোষ , বাগডোগরা :
শিলিগুড়ি কলেজের এক অধ্যাপক দশ হাজার টাকার বিনিময়ে এক ছাত্রীকে পাস করিয়ে দেবেন এমনটাই অভিযোগ ওঠে , আর সেই অভিযুক্ত অধ্যাপকের জালিয়াতির বিরুদ্ধে মুন্সি প্রেমচাঁদ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গতকাল কলেজ গেটে বিক্ষোভ প্রদর্শন করেন এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিব রায়, কৌশিক চক্রবর্তী ,সৌরভ ঘোষ, অসীম মন্ডল ও প্রমুখ দলীয় নেতারা।
সভাপতি শিব রায় জানান-"অবিলম্বে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
casino, poker room, blackjack, bingo
ReplyDeletecasino, poker room, herzamanindir.com/ blackjack, bingo room, blackjack, worrione bingo room, poker room, poker https://febcasino.com/review/merit-casino/ room, poker room, https://vannienailor4166blog.blogspot.com/ poker room, poker room, poker room,