তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পাঁচকেলগুড়িতে
সুজাতা ঘোষ ,বাগডোগরা :
কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করা, জিএসটি ও অন্যান্য প্রাপ্য আর্থিক পাওনা থেকে বঞ্চনা, ব্যাপকভাবে কর্মী সংকোচন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা গুলিকে বিক্রি করে দেওয়ার ইত্যাদি অভিযোগ এনে প্রতিবাদে গতকাল মাটিগাড়া ব্লক-২ এর নেতৃত্বে পাথরঘাটা অঞ্চলের পাঁচকেলগুড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার কো-অর্ডিনেটর নিখিল সাহানি, মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভার বিএমজি কো-অর্ডিনেটর খগেশ্বর রায় ও দার্জিলিং জেলা কমিটির সদস্য পূর্ণ চক্রবর্তী , ভূপেন সিংহ, ভবেশ মোহন্ত, দীপঙ্কর রায়, অমূল্য রায় ও সম্পদ রায় সহ এই অঞ্চলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
No comments:
Post a Comment