দিনহাটায় দ্বিতীয় কলেজের দাবীতে মরিয়া SFI-DYFI, আজ বিডিও অফিস ঘেরাও ও অবস্থান বিক্ষোভ
দিনহাটা ২ নং ব্লকে কলেজ স্থাপনের দাবীতে দিনহাটা ২ নং ব্লক অফিসে অনির্দিষ্টকালের জন্যে ঘেরাও অবস্থান শুরু করল দিনহাটা এসএফআই ও ডিওয়াইএফআই।
দীর্ঘদিন থেকেই ভারতের ছাত্র ফেডারেশন কলেজের দাবী জানিয়ে আসছে দিনহাটা মহকুমা তে বর্তমানে একটিই মাত্র ডিগ্রি কলেজ তাই উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় মহুকুমার ছাত্র ছাত্রীদের। বিগত দিন গুলোতে এই দাবী নিয়ে এসএফআই ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে,মিটিং,মিছিল,ডেপুটেশন ছাড়া ও কলেজের দাবিতে এর আগে সাইকেল জ্যাঠার আয়োজন করা হয়।
কলেজের দাবীতে এসএফআই ছাত্র ছাত্রীদের ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করে পোস্ট কার্ড পাঠায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এরপর রাজ্যের শিক্ষা মন্ত্রী দিনহাটা২ নং ব্লকে কলেজ স্থাপনের কথা ঘোষণা করলে ও আবার তার কিছুদিন বাদে মুখ্যমন্ত্রী কোচবিহার এ এসে জানায় যে এরম কোন কলেজ দিনহাটাতে হচ্ছে না।
গত ৪ঠা অক্টোবর কলেজ স্থাপন এর দাবিতে বাইক মিছিল করে দিনহাটা এসএফআই ও ডিওয়াইএফআই। আজ ৯ই অক্টোবর দিনহাটা ২ নং ব্লক অফিসে ঘেরাও অবস্থান শুরু করেছে দিনহাটা এসএফআই ও ডিওয়াইএফআই। এদিন মিছিল করে এসে ব্লক অফিসে পৌঁছনোর পরে ঘেরাও অবস্থান শুরু হয়।
এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শুভ্রালোক দাস জানান কলজে স্থাপনের জন্যে শিক্ষাবিদ রামচন্দ্র সাহা এক কোটি টাকা দান করে কলেজের জন্যে আবেদন জানানোর পরে ও এমনকি স্থানীয় এক ক্লাব জমি দানে ইচ্ছুক থাকার পরেও কেন কলেজ স্থাপন হচ্ছে না।তিনি আরও জানান যতক্ষণ না কলজে স্থাপন এর ব্যাপারে প্রশাসন কোন সদর্থক বার্তা দিচ্ছে ততক্ষণ তাদের এই ঘেরাও অবস্থান চলবে।
পরবর্তীতে আন্দোলনকারীদের সাথে বিডিও র এই বিষয়ে কথা হলে বিডিও আগামী ৪ ঠা নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন বলে জানা যায়। এরপর আন্দোলনকারী দের তরফ থেকে জানানো হয় বিডিও র আশ্বাসে তারা অবস্থান তুলে নিচ্ছে তবে এই সময়সীমার মধ্যে যদি কলেজ স্থাপনের কাজে অগ্রগতি না হয়,তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছে।
বিস্তারিত ভিডিওতে-
No comments:
Post a Comment