ভোটের ট্রেনিংয়ে গিয়ে করোনা পজিটিভ, অথচ শিক্ষা দপ্তর থেকে নেই কোয়ারেন্টাইন লিভ!
ভোট কর্মী হিসাবে কলকাতার ভবানীপুরের রামরিক ইনস্টিটিউশনের ১০ জন শিক্ষক ভোটের ট্রেনিং নিয়েছিলেন। হঠাৎ তাঁদের মধ্যে অরিন্দম চক্রবর্তী নামে এক শিক্ষকের ৫ এপ্রিল, করোনা পজিটিভ ধরা পড়ে এবং তিনি ৬ এপ্রিল, চার্নক হাসপাতালে ভর্তি হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলার ডিআই-কে বিষয়টি জানিয়েছেন।
শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিংকর অধিকারী বলেছেন- "আগামী ১০ এপ্রিল, রাজ্যে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট কর্মী হিসেবে তাঁদের যাওয়ার কথা। এই অবস্থায় বাকী ৯ জন শিক্ষক ভোট কর্মী হিসেবে কিভাবে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেননা কোভিড বিধি অনুযায়ী একসাথে থাকা ব্যক্তিগণকে প্রায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নিয়ম। তা যদি থাকতে হয় তাহলে ভোট কর্মী হিসাবে তাঁরা উপস্থিত হতে পারবেন না। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা জানিয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশিকার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন "পাশাপাশি শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নির্দেশিকা জারি করে কোয়ারেন্টাইন লিভ অনুমোদন করা হয়েছে। অথচ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের জন্য এ ব্যাপারে কোনো নির্দেশিকা নাই। আমরা শিক্ষা দপ্তরের কাছে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের জন্য অবিলম্বে এই নির্দেশিকা জারি দাবি জানাচ্ছি। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন এবং শিক্ষা দপ্তরে চিঠি পাঠাচ্ছি।"
No comments:
Post a Comment