শীতলখুচি কাণ্ডে পাঁচ জন ভোটারের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবীতে মিছিল

শীতলখুচি কাণ্ডে পাঁচ জন ভোটারের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবীতে মিছিল 




গত ১০ তারিখ চতুর্থ দফার ভোট চলাকালীন অশান্ত হয়ে ওঠে কোচবিহার জেলার শীতলখুচি।সেখানকার ১২৬ ও ১২৪ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন ও ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে একজন ১৮ বছরের যুবকের।

এই শীতলখুচি কাণ্ডে পাঁচ জন ভোটারের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবীতে আজ গোটা কোচবিহার জেলা জুড়ে মিছিল করে সংযুক্ত মোর্চা।

আজ দিনহাটা শহরে ও সংযুক্ত মোর্চার তরফে এক মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার থেকে শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে।

মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,সংযুক্ত মোর্চার নেতা তারাসাধন সিংহ,প্রবীর পাল,দেবাশীষ দেব,দিনহাটা কেন্দ্রর সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুর রউফ ও কংগ্রেস নেতা কমল দাশগুপ্ত অন্যান্য নেতৃবৃন্দ।

0/Post a Comment/Comments