রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সিতাই বিধানসভা-সংঘর্ষের জেরে দুপক্ষের পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সিতাই বিধানসভা এলাকা পেটলা গ্রাম পঞ্চায়েত। সংঘর্ষের জেরে দুপক্ষের পাঁচজন আহত অবস্থায় বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুরো ঘটনায় অভিযোগের আঙুল বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে তোলে।
বিজেপির অভিযোগ কাল রাত নটা দশটা নাগাদ তাদের দলীয় কর্মসূচি ছেড়ে বাড়ি ফিরছিল সেই সময় তাদের ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূলের লোকজন।
অপরদিকে তৃণমূলের অভিযোগ তৃণমূলের এক সদস্যের বাড়িতে মিটিং চলছিল সেই সময় সেই বাড়িতে গিয়ে হামলা করে বিজেপির লোকজন।
গোটা ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বর্তমানে ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
Post a Comment