WB ASSEMBLY ELECTION LIVE UPDATE: উল্টো চিত্র বঙ্গ ভোটে- সম্প্রীতির বার্তা ভোটার সহায়ক বুথে

উল্টো চিত্র বঙ্গ ভোটে- সম্প্রীতির বার্তা ভোটার সহায়ক বুথে 



মধুসূদন রায়,ধূপগুড়িঃ এ যেনো উল্টো চিত্র বঙ্গ ভোটে। নির্বাচন মানেই যখন রাজনৈতিক হিংসা, সেখানে উল্টোপথের ছবি দেখালো জলপাইগুড়ি।   

রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলছে পঞ্চম দফার নির্বাচন । এরইমধ্যে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লক এর পূর্ব মাগুরমারি এলাকার ১৫/১২৬ বুথে দেখা গেল ভিন্ন চিত্র। 



সম্প্রীতির বার্তা জানিয়ে তৃণমূল, বিজেপি ,সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা একই স্থানে তিনটি বুথ তৈরি করে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে ভোট প্রদানে সাহায্য করছে । 

যেখানে নির্বাচনের ময়দানে যুযুধান সবপক্ষ সেখানে ধূপগুড়ি ব্লক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল । 

শান্তি শৃঙ্খলার মধ্যদিয়ে  ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে উৎসবের আমেজে ভোট প্রক্রিয়া চলছে । বড় ধরনের কোনো কিছু ঘটনার খবর এ পর্যন্ত শোনা যাইনি ।

0/Post a Comment/Comments