দিনহাটার অমিত কান্ডের পর্দা ফাঁস করতে Whatsapp Chat পোস্ট উদয়নের! পাল্টা Whatsapp Chat পোস্ট নিশীথ-দীপ্তিমানের

দিনহাটার অমিত কান্ডের পর্দা ফাঁস করতে Whatsapp Chat ফেসবুকে পোস্ট  উদয়নের, পাল্টা Whatsapp Chat পোস্ট নিশীথ- দীপ্তিমানের 




শনিবার এক ফেসবুক পোস্টে উদয়ন গুহ একটি হোয়াটস্যাপের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে নিশীথের সঙ্গে কারও কথা হয়েছে। তবে কার কথা হয়েছে সে বিষয়ে কোনও কিছু উল্লেখ করেননি উদয়ন গুহ। সেই স্ক্রিনশট অনুযায়ী টিকিট না পাওয়ায় ঝামেলা করছিল অমিত সরকার। তাই নিশীথকে সড়িয়ে দিতে বলেছে। সেই স্ক্রিনশট কি লেখা ছিল, দেখুন উদয়ন গুহের করা সেই পোস্টেই।



এটা কি ব্যাপার ?????

Posted by Udayan Guha on Saturday, 3 April 2021
উদয়নের এই পোস্ট ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। এই পোস্ট হতেই একদিকে যেমন চলছে কমেন্ট, শেয়ার লাইক তেমনি এই পোস্টের হোয়াটসঅ্যাপের কথোপকথনের স্ক্রিনশটের সত্যতা নিয়েও প্রশ্ন তোলে অনেকে। 

তবে ঘটনার মোড় নেয় উদয়নের ফেসবুক পোস্ট এর কয়েক ঘন্টা পড়েই।  একটি whatsapp কথোপকথন পোস্ট করেন নিশীথ । সেই কথোপকথনে দেখা যায়  জয় আর উদয়নের মধ্যে কথা। যেখানে উদয়ন জয়কে,  অমিতকে 'শেষ করে' দেওয়ার কথা বলেছে। দেখেনিন নিশীথের সেই পোস্ট-



এখানেই শেষ নয়। বাদ থাকেননি দীপ্তিমান সেনগুপ্ত । তিনিও এমনই কিছু  whatsapp কথোপকথন পোস্ট করেন যেখানে দেখা যায়, উদয়ন বুম্বাকে স্ক্রিনস্যুট এডিট করে বানিয়ে দিতে বলছেন। দীপ্তিমান সেই স্ক্রিনস্যুটকে তদন্তের আওতায় আনতে বলেছেন। দেখে নিন দীপ্তিমানের পোস্ট-




কোচবিহারে বিধানসভা নির্বাচন ১০ই এপ্রিল। দিনহাটা বিধানসভায় একদিকে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ অন্যদিকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। ভোটের আবহে অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপান উতর অব্যাহত।


0/Post a Comment/Comments