রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ময়নাগুড়ি
ময়নাগুড়িঃ ভোট আবহ আসতেই রাজনৈতিক সংঘাতে ফের উত্তপ্ত হয়ে উঠল ময়নাগুড়ি । গত শুক্রবার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় বিকেল তিনটা নাগাদ প্রকাশ্যে দিবালোকে বিজেপি কর্মীকে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । প্রতিবাদের জেরে গতকাল ময়নাগুড়ি সার্করোড অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা ।
শুক্রবার রাতে রাজনৈতিক হিংসা-প্রতিহিংসায় জ্বলল বাড়ী । চলল ভাঙচুর দীর্ঘ সময় ধরে । রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় । অভিযোগ, এদিন রাতে তৃনমূল আশ্রিত একদল দূষ্কৃতি সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের এক বিজেপি সমর্থকের বাড়িতে চড়াও হয়। তারা সদলবলে ওই বাড়িতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। ঘটনায় পরে আতঙ্কিত ওই পরিবার রাতে অনত্র আশ্রয় নেয়। যদিও ঘটনার দায় অস্বীকার করেছেন শাসকদল। বিজেপি নিজেদের মধ্যে এমন ঘটনা ঘটিয়েছে বলে তাদের তরফে সাফ জানানো হয়েছে ।
এদিনের ঘটনার পরে ময়নাগুড়ি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন বিজেপির কর্মী সমর্থকরা । জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমে মোট ১৭ জনকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ । শুধু বিজেপি নয়, অভিযোগ দায়ের করেছে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও।
সামনেই ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। একের পর এক রাজনৈতিক হিংসা-প্রতিহিংসার কারনে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে বহুল চর্চিত ময়নাগুড়ি। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা ময়নাগুড়ি ব্লক জুড়ে।
No comments:
Post a Comment