ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ের নাড়া চাড়ার ভিডিও

ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ের নাড়া চাড়ার ভিডিও




ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ের নাড়া চাড়া। হ্যা এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়। আমাদের কাছে এসেছে সেই ভিডিও। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রচারের ফাঁকে ভাঙা ব্যান্ডেজ বাঁধা পা নাড়াচ্ছেন মমতা। শুধু তাই নয় সেই ভাঙা পায়ের উপর ডান পা তুলেও বসতে দেখা যাচ্ছে ভিডিওটিতে।


তৃণমূল কংগ্রেস নেত্রীর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতে না আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র প্রণয় রায় নিজের ফেসবুক হ্যান্ডেলে যখন ওই ভিডিয়ো শেয়ার করেন, তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন বলে ওই ভিডিয়োতে জানান প্রণয় রায়। পাশাপাশি কোনও পুলিস কর্মীকে দিয়ে মমতা যাতে নিজের হুইল চেয়ার না সরান, সে বিষয়েও আবেদন করেন প্রণয় রায়।


(যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য। পাশাপাশি প্রণয় রায়ের ফেসবুক হ্যান্ডেল থেকে সংগৃহীত হয়েছে এই ভিডিয়ো।)

0/Post a Comment/Comments