ময়নাগুড়িতে প্রকাশ্যে দিবালোকে বিজেপি কর্মীকে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ময়নাগুড়িতে প্রকাশ্যে দিবালোকে বিজেপি কর্মীকে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে



ময়নাগুড়িঃ শুক্রবার ৩ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানার ভোটপাট্টি সংলগ্ন ব্রহ্মপুর এলাকায় । বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতি তাঁদের এক বিজেপি কর্মীকে গুলি চালায়। ভাগ্যক্রমে সেই গুলিটি সাইটে চলে যায়  ফলে কর্মীর প্রাণ রক্ষা পায় । 

এদিন ময়নাগুড়ি সার্করোড অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি জেলা ডিএসপি ক্রাইম বিক্রমজীত লামা, ময়নাগুড়ি থানা আইসি ভূষণ ছেত্রী সহ বিরাট পুলিশ বাহিনী। 

এদিন তিনটা থেকে আনুমানিক ৪.৩০ টা পর্যন্ত এই পথ অবরোধ চলে । দীর্ঘ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সার্করোড  । ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।

0/Post a Comment/Comments