জয়ী প্রার্থীদের জরুরি বৈঠকে তলব মুখ্যমন্ত্রীর- এবার মন্ত্রীসভা গঠনের পালা

জয়ী প্রার্থীদের জরুরি বৈঠকে তলব মুখ্যমন্ত্রীর- এবার মন্ত্রীসভা গঠনের পালা




নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সরকার গঠনে হ্যাটট্রিক তৃণমূলের। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এবার মন্ত্রীসভা গঠনের পালা। সোমবার দুপুরের মধ্যেই জয়ী প্রার্থীদের জরুরি বৈঠকে তলব করেছেন মুখ্যমন্ত্রী। দুপুর ৩টে নাগাদ তৃণমূল ভবনে সবাইকে নিয়ে আলোচনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা যাচ্ছে।

সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলতে পারেন সকলের সঙ্গে। এদিনই সন্ধে ৭টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন মমতা।

রবিবারই এক টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন-সাথে রাজভবনে সন্ধ্যা সাতটায় দেখা করবার কথাও জানিয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।

0/Post a Comment/Comments