সামনে এলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা
ব্রিগেডে উপস্থিত থাকবার সম্ভাবনার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। কর্মীদের উদ্দেশ্যে লিখিত বার্তা দিয়েছিলেন সেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। লিখেছিলেন- "ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী যা কোনদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।"
আগামীকাল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রাক্মুহূর্তে সামনে এলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা। সম্প্রতি নন্দীগ্রাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে ব্যপক উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এমন পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে অভিজ্ঞ মহল।
Post a Comment