Is this an accepted rule by @ECISVEEP? or are they turning a blind eye to such a blatant violation of election norms just because it is a ruling party at the centre? pic.twitter.com/1kEdMXP6zh
— Partha Chatterjee (@itspcofficial) April 1, 2021
Post Top Ad
Your Ad Spot
Wednesday, March 31, 2021
দ্বিতীয় দফার ভোট শুরু রাজ্যে- সকাল সকাল অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের
দ্বিতীয় দফার ভোট শুরু রাজ্যে। সকাল সকাল অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের। আজ নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে জানালেন গুরুতর অভিযোগ।
পার্থ বাবু একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে হলদিয়া বিধানসভার একটি কেন্দ্রে ব্যালট ইউনিটের একটি ট্যাগে রাজনৈতিক দলের নাম লেখা । আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
২৭শে মার্চ থেকে রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক মহল। সারা দেশের নজর নন্দীগ্রামে। হেভিওয়েট প্রার্থীদের লড়াই নন্দীগ্রামে। তৃণমূলের প্রার্থী স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের স্নেহভাজন শুভেন্দু অধিকারী। এই লড়াইয়ে বাম কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চার প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়।
বঙ্গভোটযুদ্ধের এই ভরকেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তাগ্রহণ করেছে কমিশন। এলাকায় ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং। করা হচ্ছে ভিডিওগ্রাফি । জারি ১৪৪ ধারা। হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে কমিশন। নন্দীগ্রামের সবকটি বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে তারা। কমিশন সূত্রে খবর, শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রের ৩৫৫টি বুথের জন্য মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ দ্বিতীয় দফায় ৩০ আসনে ভোট। পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ।
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment