পেট্রোপণ্যসহ অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সারা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী SFI/DYFI এর
গোটা দেশে পেট্রোপণ্যসহ অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সারা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও SFI/DYFI দিনহাটা শীতলাবাড়ি সংলগ্ন এক পেট্রোল পাম্পের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করল।
নেতৃত্ব জানায় যেভাবে পেট্রোপণ্য সহ অত্যাবশ্যক পণ্যের দাম বেড়ে চলছে তার প্রভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।যেখানে এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল এর দাম নিন্মমুখী সেখানে গোটা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গেও পেট্রোলের দাম ক্রমাগত বেড়ে চলেছে,২০১৪ সালে এই সরকার ক্ষমতায় আসার সময় ডিজেল ও পেট্রোল এর দাম ছিল যথাক্রমে ৪৮ ও ৬৬ টাকা প্রতি লিটার সেখানে এখন ২০২১ সালে দাঁড়িয়ে ডিজেল ও পেট্রোল এর দাম বর্তমানে ৯০ ও ১০০ টাকা প্রতি লিটার।রান্নার গ্যাস এর দাম ছিল ২০১৪ সালে সিলিন্ডার প্রতি ৪৪০ টাকা বর্তমানে বেড়ে তা হয়েছে ৮৪৫ টাকা।
এর বিরুদ্ধে তাঁরা গোটা দেশে আন্দোলন সংগঠিত করছে তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।অবিলম্বে সরকার যদি হস্তক্ষেপ না করে পেট্রোলের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে তাহলে তারা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,এসএফআই কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য টুটুল সরকার,অংশুমালী ছাত্র নেতা কপিল রায়,সৌরভ সরকার,ডিওয়াইএফআই নেতা উজ্জ্বল গুহ,সাহেদ আলী,এমদাদুল হক প্রমূখ।
No comments:
Post a Comment