বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি সহ একাধিক দাবীতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ কর্মসূচী বাম-কংগ্রেস ও আই.এস.এফ সংযুক্ত মোর্চার
গোটা দেশে পেট্রোপণ্যসহ অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে,বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে,নারী নিরাপত্তার দাবীতে আন্তর্জাতিক নারীদিবসের দিনে দিনহাটাতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ কর্মসূচী পালন করল বাম-কংগ্রেস ও আই.এস.এফ সংযুক্ত মোর্চা।
নেতৃত্ব জানায় যেভাবে পেট্রোপণ্য সহ অত্যাবশ্যক পণ্যের দাম বেড়ে চলছে তার প্রভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।যেখানে এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল এর দাম নিন্মমুখী সেখানে গোটা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গেও পেট্রোলের দাম ক্রমাগত বেড়ে চলেছে,২০১৪ সালে এই সরকার ক্ষমতায় আসার সময় ডিজেল ও পেট্রোল এর দাম ছিল যথাক্রমে ৪৮ ও ৬৬ টাকা প্রতি লিটার সেখানে এখন ২০২১ সালে দাঁড়িয়ে ডিজেল ও পেট্রোল এর দাম বর্তমানে ৯০ ও ১০০ টাকা প্রতি লিটার।রান্নার গ্যাস এর দাম ছিল ২০১৪ সালে সিলিন্ডার প্রতি ৪৪০ টাকা বর্তমানে বেড়ে তা হয়েছে ৮৪৫ টাকা।
এর বিরুদ্ধে তাঁরা গোটা দেশে আন্দোলন সংগঠিত করছে তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।
অবিলম্বে সরকার যদি হস্তক্ষেপ না করে পেট্রোলের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে তাহলে তারা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন,সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,সিপিআইএম নেতা প্রবীর পাল,গৌরাঙ্গ পাইন,ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুল রউফ,কংগ্রেস নেতা কেশব রায়,মহিলা নেত্রী সুজাতা চক্রবর্তী ও অন্যান্যরা।
No comments:
Post a Comment