রাজনৈতিক গন্ডগোলে উত্তপ্ত সিতাই বিধানসভার ফুটানি বাজার এলাকা

রাজনৈতিক গন্ডগোলে উত্তপ্ত সিতাই বিধানসভার ফুটানি বাজার এলাকা



অমৃতা চন্দ দিনহাটাঃ রাজনৈতিক গন্ডগোলে উত্তপ্ত সিতাই বিধানসভা কেন্দ্রের Vetaguri 2 গ্রাম পঞ্চায়েতের শাকদলের ফুটানি বাজার এলাকা। এই ঘটনায় তৃণমূল-বিজেপির দুপক্ষের মোট চারটি বাড়ি ভাঙচুর লুটতরাজ চালায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর একে অপরের দিকে।

বর্তমানে দুইজন আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তৃণমূলের এক কর্মী তাপস বর্মন রাতে তিরবিদ্ধ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গেলেও এখনও পর্যন্ত বাড়িতে ফেরত আসেনি। 

এর পাশাপাশি বোমাবাজির অভিযোগ ওঠে দু পক্ষের বিরুদ্ধে। 



এই নারকীয় পাশবিক অত্যাচার থেকে বাদ পড়েনি একমাসের দুধের শিশু।মায়ের কোল থেকে সেই দুধের শিশুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। মায়ের কাকুতি-মিনতি তে  শিশুকে ফিরিয়ে দেওয়া হয় মায়ের কোলে। 

ঘটনার তদন্ত করতে পুলিশ সেখানে পৌঁছেছে। আজ কোচবিহারে  আসছেন বিবেক দুবে। এখন দেখার পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়। 

0/Post a Comment/Comments