মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা করলেন কামতাপুর ভূমিপুত্র মহাজোট এর দুই প্রার্থী
মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২৫ মার্চ : জলপাইগুড়ি জেলায় নির্বাচন আগামী ১৭ এপ্রিল। তাই নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার জল্পেশ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা করলেন দুই প্রার্থী।কামতাপুর ভূমিপুত্র মহাজোট সমর্থিত কামতাপুর পিপলস পার্টি মনোনীত ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী বিশ্বনাথ রায় এবং ধূপগুড়ি বিধানসভার প্রার্থী সুকুমার রায়।
বৃহস্পতিবার দলীয় সমর্থকদের উপস্থিতিতে উভয় প্রার্থী ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে আসেন এবং পুজো করেন। এরপরেই জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।
এই বিষয়ে কামতাপুর ভূমিপুত্র মহাজোট সমর্থিত কেপিপি(ইউ) এর ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী বিশ্বনাথ রায় বলেন,"জল্পেশ মন্দিরে পুজো দিয়ে আমরা মনোনয়নপত্র জমা করবো। আমরা খুবই আশাবাদী জেতার ব্যাপারে। ময়নাগুড়িতে যেভাবে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে এটা থেকে সাধারন মানুষকে মুক্তি দিতে চাই আমরা।"
No comments:
Post a Comment