বালীর জনগণের প্রতি আমার প্রত্যেকটি দায়িত্ব পালন করব- বৈশালী

বালীর জনগণের প্রতি আমার প্রত্যেকটি দায়িত্ব পালন করব- বৈশালী 


credit: BDalmiya 


নিজের বিধানসভা কেন্দ্রই লড়াই করবেন বৈশালী ডালমিয়া। সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত ডালমিয়া ইতিমধ্যেই জোর কদমে প্রচার চালাচ্ছেন। খুশি মনে জনসংযােগ যাত্রায় মেতে উঠেছেন হাওড়ার বালি কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া।

কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন- অসম্পূর্ণ কাজগুলাে এবার বিজেপির প্রার্থী হয়ে জিতে তিনি বালির মানুষের জন্য পূর্ণ করবেন।



আজ তিনি নির্বাচনি প্রচারে বের হয়ে জানান- "বালীর মানুষ সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে। আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদ আমার উৎসাহ দ্বিগুণ করে দিয়েছে। আমার প্রতিটি নিঃশ্বাস বালীর জনতা জনার্দনের জন্য সমর্পিত।"

তিনি আরও বলেন- "বালী কেবলমাত্র একটি বিধানসভা আসন নয়, এটি আমার পরিবার। এখানকার সাথে আমার নাড়ির যোগ‌। নিজের পরিবারের খেয়াল রাখা আমার কর্তব্য। রাজনীতি আমার জন্য সেবা করারই একটা মাধ্যম। সত্ত্বার নয়। আমি বালীর জনগণের প্রতি আমার প্রত্যেকটি দায়িত্ব পালন করব। আপনাদের সবার আশীর্বাদের প্রত্যাশী।"

0/Post a Comment/Comments