বিজেপির অনুপম হাজরাকে কোচবিহারে আসার আমন্ত্রণ জানালেন শিতলখুচির তৃনমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়! কিন্তু কেন!!

বিজেপির অনুপম হাজরাকে কোচবিহারে আসার আমন্ত্রণ জানালেন শিতলখুচির তৃনমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়! কিন্তু কেন!! 





বিজেপির অনুপম হাজরাকে কোচবিহারে আসার আমন্ত্রণ জানালেন শিতলখুচির তৃনমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়


প্রতিদিনের মতন আজও নির্বাচনী প্রচারে বেড়িয়ে ছিলেন তৃনমূল কংগ্রেসের তরুন তূর্কি পার্থ প্রতিম রায়। আজ কখনও তাঁকে দেখা যায় তামাক চাষির তামাক নিয়ে যেতে ঠ্যালা গাড়ি ঠেলতে তো কখনো সাধারণ মানুষের সাথে কথা বলতে। সেই ছবি তিনি তাঁর স্যোসাল মিডিয়াতেও শেয়ার করেন।

আজ শিতলখুচির তেঁতুলের ছড়া সীমান্তে কাঁটাতারের ওপারে থাকা মানুষের সাথে কথা বলার ছবি শেয়ার করে লেখেন- 'আজ তেতুঁলের ছড়া সীমান্তের মানুষদের সাথে কথা বললাম ও ভোট প্রার্থনা করলাম।'



কিন্তু এই ছবি পোস্ট করবার পরই অনুপম হাজরা পোস্টটি শেয়ার করে লেখেন- 'ভারতীয়/পশ্চিমবঙ্গবাসীর ভোটের প্রতি আস্থা হারিয়ে বাংলাদেশের কাছে'ও ভোট প্রার্থনা তৃণমূলের শীতলকুচি বিধানসভার প্রার্থী পার্থ প্রতিম রায়'এর !!! "

এই পোস্ট দেখে চুপ থাকেননি পার্থপ্রতিম। কড়া ভাষায় দিয়েছেন উত্তর। তিনি লিখেছেন- "বিজেপি হয়ে গেলেই যে সাধারণ জ্ঞান কমে যায় তা বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অধ্যাপক অনুপম হাজরার এই পোষ্ট তা আবার প্রমাণ করল। ড.অনুপম হাজরা হয়তো জানেই না শীতলখুচি বিধানসভার কয়েহাজার ভোটার সীমান্তের কাটাতারের ওপারেই থাকেন। আরও জানিয়ে রাখি কাটা তারের বেড়ার ভেতরে ১০০ মিটার ভারতের অংশ। সেখানকার জমি,বাড়ি, মানুষজন ভারতীয় ও ভারতের। অনুপমবাবু আপনার আমন্ত্রণ রইল কোচবিহারে আসুন আপনাকে কাটাতারের ওপারে নিয়ে গিয়ে কাটাতারের ওপারে বসবাসকারী ভারতীয় রাজবংশী ও নশ্যশেখ মানুষদের সাথে আলাপ করিয়ে দেব।।"

0/Post a Comment/Comments