SUCI(C)-এর ৭৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল দিনহাটায়
আজ এস ইউ সি আই (সি)র ৭৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল দিনহাটায় সম্পূর্ণ করোনা বিধি মেনে। শুরুতেই দলের রক্ত পতাকা উত্তোলন করেন দলের দিনহাটা লোকাল কমিটির সম্পাদক প্রদীপ রায়, এরপর দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন দিলীপ চক্রবর্তী সহ উপস্থিত সকল দলীয় কর্মী ও সমর্থকরা।
আজকের এই সংক্ষিপ্ত কর্মসূচিতে লোকাল সম্পাদক প্রদীপ রায় বলেন - "আমাদের দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ ও তার কয়েকজন সহযোদ্ধা পরাধীন ভারতে উপলব্ধি করতে পেরেছিলেন - দেশটা আর কিছুদিনের মধ্যেই স্বাধীন হবে, কিন্তু স্বাধীন দেশের শাসন ক্ষমতা দখল করবে আর একদল পুজিপতি, তারাই সমস্ত সম্পদের অধিকার লাভ করবেন। তাহলে যারা স্বাধীনতার বেদীমূলে আত্মাহূতি দিচ্ছেন তাদের স্বপ্ন কী স্বার্থক হবেনা? তাই তাঁরা জেলে বসে আরও বেশী বেশী জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করলেন। তাঁরা উপলব্ধি করলেন একমাত্র সত্যিকারের মার্ক্সবাদীরা পারেন শ্রমিক মেহনতী মানুষের রাষ্ট্র কায়েম করতে, কিন্তু এদেশের মাটিতে তখন যারা মার্ক্সবাদী বলে পরিচিত তারা কেউই যথার্থ মার্ক্সবাদী দল নয় এমনকি দল গঠনের লেনিনিয় ধাঁচাও তারা কেউ মেনে চলেন না। তাই তিনি উপলব্ধি করলেন যতক্ষণ পর্যন্ত না এদেশের মাটিতে একটি যথার্থ মার্ক্সবাদী দল গড়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের যথার্থ মুক্তি সম্ভব নয়। আর তাই তিনি জেলে বসেই শুরু করলেন একটি যথার্থ মার্ক্সবাদী দল গঠনের জন্য অনুশীলন। এর মাধ্যমেই যথার্থ নেতৃত্ব গড়ে তুলে ১৯৪৮ সালের ২৪ এপ্রিল তারিখে গড়ে ওঠে এদেশের মাটিতে একমাত্র সাম্যবাদী দল এস ইউ সি আই (সি)। এই দলটিই একমাত্র পারে একটি যথার্থ শোষন মুক্ত সমাজ উপহার দিতে। তাই এই দলটির শক্তিবৃদ্ধিই হবে আগামীর ভবিষ্যত।"
সবশেষে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের উপর রচিত সংগীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত হয়।
No comments:
Post a Comment