SANGBAD EKALAVYA primarily intended to provide top stories, edu, online education, education, top news, breaking news, covid19, latest news, google update, online banking,political, social, cultural, entertainment, telecom, internet banking. has been made every effort to make information on the site as accurate as possible but SANGBAD EKALAVYA is not providing any express or implied warranty against the same. SANGBAD EKALAVYA Powerd by EKALAVYA PRAKASHANI.E-MAIL US: sangbadekalavya@gmail.com

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 25, 2021

করোনা প্রতিরোধ করতে দিনহাটার অলিতে গলিতে রেড ভলান্টিয়ার্স

করোনা প্রতিরোধ করতে দিনহাটার অলিতে গলিতে রেড ভলান্টিয়ার্স 



গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে দিনহাটা শহরে এসএফআই ও ডিওয়াইএফআই পরিচালিত রেড ভলান্টিয়ার্স বিগত বছরের মতন এবারও এগিয়ে এসেছে। 

করোনা সচেতনতা প্রসারে নিয়মিত ভাবে চলছে। নতুন নতুন কম বয়স্করা মানবিকতার ডাকে সাড়া দিয়ে রেড ভলান্টিয়ার্সে নাম নথিভুক্ত করে জনসচেতনতায় ঝাপিয়ে পড়ছে।  আজ দিনহাটা রেড ভলান্টিয়ার্সয়ের পক্ষ থেকে দিনহাটা চওড়াহাট বাজার,১৪ ও ১৫ নং ওয়ার্ড ও সংলগ্ন এলাকায় স্যনিটাইজ করে,সাথে সাধারণ মানুষদের সচেতনতা বাড়াতে মাইক সহযোগে প্রচার করা হয় ও লিফলেট বিলি করা হয়।



এদিন এই কর্মসূচি চলাকালীন রেড ভলান্টিয়ার্স এর সদস্য শুভ্রালোক দাস জানায় যে গতবছর ও আমরাই প্রথম করোনা কালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলাম।এবারও তাই যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে আমাদের রাজ্যে তাই আমরা মানুষকে সচেতন ও সতর্ক করার জন্যে পথে নেমেছ। নিয়মিত ভাবে  আমরা সচেতনতা প্রচার করেছিলাম দিনহাটা শহর জুড়ে ও দিনহাটা প্রতুষা বাজার,দিনহাটা কাচারী,দিনহাটা হাসপাতাল সহ সংলগ্ন এলাকায় স্যনিটাইজ করেছিলাম।

আজ দিনহাটা শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থানে স্যনিটাইজ করলাম।তিনি আরও বলেন আমরা আগের দিন গুলোর তুলনায় আজকে লক্ষ্য করলাম যে এখন মানুষ অনেকটাই সচেতন,এখন অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহার করছে।তবে আগামী দিনেও আমাদের এই সচেতনতা কর্মসূচি চলবে।

সাধারণ মানুষের যে কোন রকম অসুবিধায় রেড ভলান্টিয়ার্স তাদের পাশে রয়েছে।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভ্রালোক দাস,কৌশিক রায়,আবির দেব,শুভজিৎ দাস,পরীক্ষিত মন্ডল,লিহাত হক ও অন্যান্যরা।

1 comment:

  1. Misaligned normals high precision machining confuse the slicer, making the 3D object non-printable. To hold the community engaged and incentivized, MyMiniFactory frequently arranges 3D design & print competitions where winners obtain cool prizes similar to a feature-packed 3D printer by a number one} manufacturer. The ability to retailer additional information is enticing because of|as a result of} it can possibly} eliminate the need to|the necessity to} accompany 2D drawings and permit for annotations to be embedded within the mannequin.

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot