প্রচারে ঝড় তুলতে দেবাংশুর 'খেলা হবে' গানের রাজবংশী ও কামতাপুরী ভার্সন প্রকাশ হলো

প্রচারে ঝড় তুলতে দেবাংশুর 'খেলা হবে' গানের রাজবংশী ও কামতাপুরী ভার্সন প্রকাশ হলো 



ভোটের গানের সিডি প্রকাশ করল তৃণমূল। 

জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মার সমর্থনে এই সিডি প্রকাশ করা হয়েছে । উপস্থিত ছিলেন চন্দন ভৌমিক নূরজাহান বেগম, তরুণ বসু বিশ্বাস প্রমুখ । 


দেবাংশু ভট্টাচার্যের গান রাজবংশী ও কামতাপুরী ভাষায় পরিবেশন করেছেন পরিমল বর্মন ও তপন রায়। 

চন্দন ভৌমিক বলেন, "এই গান আগামীতে সাদরী ভাষাতেও প্রকাশ করা হবে।"

প্রদীপ কুমার বর্মা বলেন, "জেলার বিভিন্ন প্রান্তে রাজবংশী ও কামতাপুরী ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যথেষ্ট। তাই এই গান বাজিয়ে প্রচারে ঝড় তোলা হবে।"

0/Post a Comment/Comments