এবার দিনহাটায় আসছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী




এবার দিনহাটায় আসছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী 



২৭শে মার্চ থেকে শুরু হয়েছে নবান্ন দখলের লড়াই। আট দফায় বিধানসভা নির্বাচন। ইতিমধ‍্যে দুই দফায় নির্বাচন হয়ে গিয়েছে। বাকি চার দফা নির্বাচন। তার আগে রাজ‍্য জুড়ে রাজনৈতিক দল গুলি জোর প্রচার চালিয়ে যাচ্ছে। চলছে জনসভা। চলছে রোড শো। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনবরত একের পর এক জনসভা, রোড শো করেই চলছে। প্রচার আসরে নেমে পড়েছে রাজ‍্যস্তরের নেতারাও। 




আজ দিনহাটার সংহতি ময়দানে সভা করেন তৃনমূল কংগ্রেসের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।  আগামীকাল একই মাঠে জনসভা করতে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

বিজেপির ZP ২৩ মন্ডলের সভাপতি গোপাল চন্দ জানান, আগামীকাল দিনহাটা সংহতি ময়দানে সেই ঐতিহাসিক জনসভা হবে। নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। 




প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিনহাটার খাড়ুভাঁজে জনসভা করে যান মিঠুন চক্রবর্তী। এবার দিনহাটায় আসছে শুভেন্দু অধিকারী। সংহতি ময়দানে জনসভা করবেন তিনি।

0/Post a Comment/Comments